বিদেশি সংবাদমাধ্যমের ওপর কড়া নজরদারি শুরু করলো চীন
কলকাতা টাইমসঃ
বিদেশি সাংবাদিক এবং সংবাদমাধ্যমের ওপর কড়া নজরদারি শুরু করলো চীন। বিশেষত সেদেশে কর্মরত সাংবাদিকদের গতিবিধির খবর রাখতে ছায়ার মতন তাদের পেছনে লেগে রয়েছে চীনের কমিউনিস্ট পার্টির প্রশিক্ষিত নজরদাররা। এমনকি তাদের নানান ভাবে ভয়ভীতি দেখানো এবং মারধরেরও অভিযোগ উঠছে বলে খবর।
চীনের মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, মূলত বিদেশি সাংবাদিকদেরই কড়া রাষ্ট্রীয় নজরদারিতে রাখা হচ্ছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নজরদারি ব্যবস্থা চূড়ান্ত রূপ নেয়। এমনকি বেচাল দেখলে সাংবাদিকদের কোয়ারেন্টাইনে পাঠানোর হুমকিও আকছার দেওয়া হচ্ছে সেদেশে। চীনে কর্মরত বিদেশি সাংবাদিকদের সংগঠন ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব চায়না’ মনে করছে সেদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তলানিতে এসে ঠেকেছে।