February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিজেদের শক্তি নিয়ে আস্ফালন চীনের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিজেদের শক্তি নিয়ে আস্ফালন চীনের। একই সঙ্গে ভারতকে করা হুমকি চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এর। মোদির লাদাখ সফরের পরই ওই পত্রিকার এডিটর-ইন-চিফ হু শিজিন এক টুইট বার্তায় ভারতকে হুমকি দিতে শুরু করেন। প্রধানমন্ত্রীর লাদাখ সফরকে তিনি রাজনৈতিক চমক বা স্টান্ট বলে ব্যাখ্যা করেন।

ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করে শিজিনের বার্তা, ভুলেও চীনের পিপলস লিবারেশন আর্মির ধারে কাছে যেন না আসে ভারতীয় সেনাবাহিনী। মোদিকে উদ্যেশ্য করে তিনি বলেন, সীমান্তে ভারতীয় জওয়ানদের বলে দিন, যে চীনকে তোমরা চেন, সে কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি শক্তিধর। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার সকালে হঠাৎ করেই লাদাখ সীমান্তে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেখানে দাঁড়িয়েই চীনকে কড়া বার্তা দেন তিনি।

Related Posts

Leave a Reply