নেপালের বিস্তীর্ন জমি দখলে নিয়ে পরিকাঠামো নির্মাণ চীনের: চুপ নেপাল !
কলকাতা টাইমসঃ
সম্প্রতি নেপালের প্রায় ১৫০ হেক্টর এলাকার দখল নিয়েছে চীন। গত মে মাস থেকে পরিকল্পিতভাবে শুরু হয় এই উদ্যোগ। ১৪ জুন লাদাখে ভারত-নেপাল সেনা সংঘর্ষের পর নেপালের অন্তত পাঁচটি সীমান্ত সংলগ্ন জেলায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। শুধু তাই নয় সেখানে নিজেদের পরিকাঠামো তৈরির কাজও দ্রুত এগিয়ে নিয়ে চলেছে লাল ফৌজ। জানা যাচ্ছে, নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলের হিলসা ও লিমি উপত্যকায় তারা নেপালের সীমান্ত পিলার উপড়ে ফেলে চীন।
অভিযোগ, নদীর প্রবাহ বদলে দিয়ে এই বিস্তীর্ন জমির দখল নিয়েছে চীন। নদীটি মূলত দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমান্তের কাজ করত। তিব্বতে অবস্থানরত চীনা সেনারা নদীপথ বদলে নেপালের বাসওয়া, সিন্ধু পালচক ও শংকুবাসভ জেলার বেশকিছু এলাকা নিজেদের করায়ত্ব করেছে বলে খবর।