রাশিয়ার আস্ত একটি শহরকে নিজেদের বলে দাবি করে বসলো চীন !
কলকাতা টাইমসঃ
ভারত সহ অন্তত ২১ টি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জমি এবং জলপথ নিয়ে বিবাদে জড়িয়ে রয়েছে চীন। সেই বিবাদের তালিকা থেকে ব্যাড যায়নি, বিশ্বের দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়াও। রাশিয়ার প্রায় ১লক্ষ ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের বলে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে চীন। অভিযোগ পরাধীন চীনের ওই অংশ জোর করে দখল করে নেয়রাশিয়া, যা আসলে চীনের।
এবার রাশিয়ার আস্ত একটি শহরকেই নিজেদের বলে দাবি করে বসলো বেইজিং। জানা যাচ্ছে, গতকাল শুক্রবার ভ্লাদিভোস্টক শহরের ১৬০তম বর্ষপূর্তিতে চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo-তে অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে বেইজিংয়ের রুশ দূতাবাস। আর তা নিয়েই আপত্তি তোলে চীন। চীনের গ্লোবাল টাইমস জানাচ্ছে, ১৮৬০ সালে সামরিক বন্দর তৈরির নামে চীনের এই শহরটি হাতিয়ে নেয় রাশিয়া। বর্তমানে শহরটির নাম ভ্লাদিভোস্টক হলেও আসলে এটির নাম ছিল হাইশেনওয়াই।