January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিতর্কিত সাগরে কৃত্রিম দ্বীপ বানিয়ে তার ওপর বিমানবন্দর নির্মাণ করলো চীন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। অভিযোগ, বিতর্কিত সেই এলাকায় বিমানবন্দর নির্মাণ করছে বেজিং। এমনটাই দাবি করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি বিমান শুক্রবার দক্ষিণ চীন সাগরের ওই এলাকার প্রায় সাড়ে ১৬ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যায়। ওই বিমানে সিএনএন’র সাংবাদিকও ছিলেন। তারা দেখেছেন, পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছে কৃত্রিম ওই দ্বীপে। বড় রানওয়ের পাশাপাশি রাডার, এমনকি পাওয়ার প্লান্টও স্থাপন করা হয়েছে। সেখানে সামরিক বিমানের ওঠানামার জন্য সকল ব্যবস্থাই রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, বিমানটি উড়ে যাওয়ার সময় চীনা সামরিক বাহিনী অন্তত ৬ বার তাদের সতর্ক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন বিমানকে সতর্ক করে বলা হয়, ‘কোনো ভুল বোঝাবুঝির আগেই এলাকা ত্যাগ করো।’ মার্কিন বিমানটির নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট লরেন কালেন বলেন, সাগরের মাঝখানে বিমানবন্দর দেখে বেশ অবাকই হয়েছি। অন্যদিকে আমেরিকা ও তার মিত্ররা এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে উল্লেখ করে চীন বলেছে, সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়ানো খুবই জরুরি।

 

Related Posts

Leave a Reply