ভারতে নাশকতা চালাতে দীর্ঘদিন ধরেই জঙ্গিদের মদত দিচ্ছে চীন
কলকাতা টাইমসঃ
গালওয়ান সীমান্তে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের সম্পর্ক। এরই মধ্যে ভারতীয় সীমান্তের প্যাংগং লেকের পাড়ে হেলিপ্যাড তৈরি এবং সেনা মোতায়েন অনেকটাই বাড়িয়েছে চীন। এরই মাঝে চীন এবং পাকিস্তানের ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের অপচেষ্টার তথ্য প্রকাশ্যে এলো।
জানা যাচ্ছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বহুদিন আগেই দেশকে সতর্ক করেছিলেন। তার বক্তব্য ছিল ‘চীন পাকিস্তান জোটবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে।’ প্রসঙ্গত, ১৯৫৯ সালে দালাই লামা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই চীনের চীনের অগ্রাসন শুরু। ডোভাল ২০১৩ সালে ভারত সরকারকে সতর্ক করে জানান, চীনের গোয়েন্দা সংস্থা বিভিন্ন জঙ্গি সংগঠনকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে ভারতের বিরুদ্ধে।