January 31, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন

হলিউডকে টক্কর দিতে এবার বিশ্বের সবচেয়ে বড়ো ‘মুভি হাব্’ তৈরী করলো চীন !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মহাকাশে উপগ্রহ পাঠানো হোক বা জাতিসংঘে কোনও গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা আর চীনের লড়াই বিশ্ববিদিত। এবার তাতে যোগ হল চলচ্চিত্রও। হলিউডের ধাঁচে এবার চীনের উত্তর দিকে বন্দর শহর কুইংডাওতেও ছবি তৈরির বিশাল এক মুভি হাব তৈরি করেছে রিয়েল এস্টেট কোম্পানি ড্যালিয়েন ওয়ান্ডা গোষ্ঠী।

যেভাবে  হলিউড শব্দটি পাহারের মাথায় লেখা থাকে সেভাবেই চীনা অক্ষরে লেখা আছে ডং ফ্যাং ইং ডু বা ওরিয়েন্টাল মুভি মেট্রোপোলিশ। ২০১৬ সালে আংশিক উদ্বোধন হলেও গত শনিবার থেকে সম্পূর্ণ ভাবে উন্মুক্ত করে দেওয়া হলো এই চীনা মুভি হাব। প্রবেশপথের সামনেই দেখা যাবে মেরিলিন মনরো, ব্রুস লি এবং চার্লি চ্যাপলিনের বিশাল প্রতিকৃতি। ওয়ান্ডা গোষ্ঠীর সভাপতি ওয়াং -এর দাবি, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই মুভি হাবে বিশ্বের সব থেকে বড় স্টুডিও আছে। এছাড়া হোটেল, দুটি হলঘর এবং ইয়ট ক্লাবও আছে।

এছাড়াও হলিউডের পরিচালকদের আকৃষ্ট করতে বিশেষ ব্যবস্থা রয়েছে হাবের ভিতর। তবে ২০১৬ সালে আংশিক উদ্বোধন হওয়া এই মুভি হাবে এখনও পর্যন্ত কোনও বিদেশি ছবি তৈরি হয়নি। শুধু কয়েকটা চীনা ছবিই তৈরি হয়েছে। ফলে ওয়ান্ডা গোষ্ঠী এবং তার সভাপতি যতই দাবি করুক তা কতটা বাস্তবায়িত হবে তা সময়ই বলবে।

 

Related Posts

Leave a Reply