৩১ মিলিয়ন আড়ালে আফগানিস্তানে নিজের পথ তৈরী করল চীন
এদিকে আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকারকেও স্বাগত জানিয়েছে চীন। চীন বলছে, কাবুলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা অরাজক পরিস্থিতির অবসান ঘটেছে। এজন্য তারা নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। তবে আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
জানা গেছে, স্থানীয় সময় বুধবার পাকিস্তান, ইরান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের সঙ্গে একটি বৈঠকে আফগানিস্তানের জন্য সহায়তা ঘোষণা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে পাকিস্তান।