অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডে বসতি গড়লো চীন!
কলকাতা টাইমসঃ
অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডে বসতি গড়লো চীন! সম্প্রতি প্রকাশিত এক উপগ্রহ চিত্রে এই চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। জানা যাচ্ছে, অরুণাচলের উত্তর সুবনসিরি জেলায় ভারতীয় ভূখণ্ডে আস্ত একটি গ্রাম গড়ে ফেলেছে চীনা সেনাবাহিনী।প্রসঙ্গত, ‘গত কয়েক বছরেই চীন সীমান্ত এলাকায় পরিকাঠামো তৈরির কাজ করে চলেছে বলে অভিযোগ। গত নভেম্বরেই অরুণাচলের বিজেপি সাংসদ টাপির দাবি করেন, আপার সুবনসিরি জেলায় ভারতীয় ভূখণ্ডে স্থায়ী কাঠামো তৈরী করছে চীন।
অরুণাচলের ‘তাসরি চু’ নামক নদীর তীরে প্রায় ১০১ বাড়ি তৈরী করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত বছরের ১ নভেম্বর তোলা এক উপগ্রহ চিত্র সম্প্রতি সামনে আসায় এই তথ্য প্রকট হয়েছে। একই সঙ্গে ২০১৯ সালের ২৬ আগস্টে ঠিক একই এলাকার একটি উপগ্রহ চিত্র প্রকাশ করে তুলে ধরা হয়েছে ওই এলাকার জঙ্গলাকীর্ণ এবং জনবসতিহীন ছবি।