মাসখানেক আগে থেকেই দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে চীন !
কলকাতা টাইমসঃ
অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এক মাস আগে থেকেই দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে চীন। জানা যাচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ ভ্যাকসিন প্রয়োগ করে ফেলেছে তারা। প্রথম পর্যায়ে করোনার বিরুদ্ধে লড়াই করা প্রথম সারিতে থাকা দেশবাসীকে এই সুরক্ষার আওতায় নিয়ে আসার লক্ষ স্থির করেছে। এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্তা ঝেং ঝংওয়ে এই তথ্য ঘুরিয়ে স্বীকার করে নেন। তিনি বলেন, ‘হ্যা, ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু হয়েছে।
ঝেং ঝংওয়ে বলেন, গত ২২ জুলাই করোনার ভ্যাকসিন শুধু জরুরি ভিত্তিতে ব্যবহার করার অনুমোদন দিয়েছিল বেইজিং। প্রথম সারিতে থাকা মানুষদের ইমিউনিটি বাড়াতে আমরা এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছি। সূত্রের খবর, ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে গিয়েই তারা এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে বিশ্বের মোট ১৭০ টি দেশ ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা আগামী বছরের আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পূর্ণ রূপে তৈরী সম্ভব নয়।