বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় মানুষ রয়েছে চীনের দখলে !
কলকাতা টাইমসঃ
বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় মানুষ রয়েছে চীনে। শুনলে অবাক হবেন, বর্তমানে এদেশের অর্ধেকেও বেশি মানুষ অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। যা নিয়ে যথেষ্ট উদ্বেগে চীন প্রশাসন। সূত্রের খবর চীনের ৬০ থেকে ৭০ কোটি মানুষ এই সমস্যায় ভুগছেন। শুধু তাই নয় অতি দ্রুত সংখ্যাটা লাফিয়ে বাড়ছে বলে মত চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের। সংখ্যাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার থেকেও বেশি।
জানা যাচ্ছে, চীনে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতার হার গত ১৭-১৮ বছরের মধ্যে প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। যেখানে ২০০২ সালে এই হার ছিল ৭.১ শতাংশ। এই বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ এই পরিসংখ্যান চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে লি বিন জানান, দেশের নাগরিকদের স্থূলকায় হয়ে ওঠার প্রবণতা ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। শহর হোক বা গ্রাম, সব বয়সের মানুষই এই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।
মনে করা হচ্ছে, চীনা জনগণের এই স্বাস্থ্যগত পরিবর্তনের পেছনে রয়েছে সেদেশের দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি। আর্থিক সংগতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বদলেছে মানুষের খাদ্যতালিকা ও খাদ্যাভ্যাসে বিপুল পরিবর্তন এসেছে।