করোনা প্রসঙ্গে আমেরিকাকে তাচ্ছিল্য চীনের
কলকাতা টাইমসঃ
করোনার থাবায় বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র আমেরিকা। শুদু এই দেশেই ৬৫ হাজার পেরিয়ে গিয়েছে করোনায় মৃতের সংখ্যা। আক্রান্ত ১১ লক্ষেরও বেশি মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে চীনকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে কার্টুনের মাধ্যমে আমেরিকাকে নিয়ে হাসিঠাট্টা শুরু করলো চীন।
চীনের দাবি, করোনাকে সামান্য একটি ফ্লু বলে উপেক্ষা করেছে আমেরিকা। এই বিষয়টি নিয়েই অ্যানিমেশন কার্টুন তৈরি করল চীন। সেখানে চীন আমেরিকার ‘স্ট্যাচু অব লিবার্টি’কে বলছে, ‘আমরা একটা ভাইরাস আবিষ্কার করেছি।’ স্ট্যাচু অব লিবার্টি উত্তর দিচ্ছে, ‘এটা তো সামান্য একটা ফ্লু।’ জ্বরে পুড়ে যাওয়া শরীর নিয়ে তাকে বলতে দেখা যাচ্ছে, ‘আমরাই ঠিক ছিলাম।’ ভিডিওটির নাম দেওয়া হয়েছে, ‘ওয়ানস আপন অ্যা ভাইরাস’!