আতংকে চীন: তাইওয়ানকে অস্ত্র দিয়ে সাহায্য করবে আমেরিকা !
কলকাতা টাইমসঃ
তাইওয়ানকে অস্ত্র কিক্রির অনুমোদন দিলো মার্কিন প্রশাসন। যে তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে গণ্যই করে না চীন। জানা যাচ্ছে, প্রায় ১৮০ কোটি ডলারের অস্ত্র তাইওয়ানকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। প্রাথমিক ভাবে রকেট লঞ্চার, সেন্সরস এবং আর্টিলারি সাপ্লাই করবে পেন্টাগন।
এদিকে, এই মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিক্রিয়া, এই সিদ্ধান্তের ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থ্যা আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে এই মার্কিন পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছে না চীন। এই ঘটনা দুই দেশের উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলেই আশংকা করছেন বিশেষজ্ঞ মহল।
দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, অত্যাধুনিক ক্রুজ মিসাইল, মোবাইল লাইট রকেট লঞ্চার ও এয়ার রিকনেইস্যান্স পড কিনতে চলেছে তাইওয়ান। প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ান। যদিও আজও তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলেই দাবি করে চীন।