February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানের অন্দরে বিপুল সেনা মোতায়েন করে গুজরাট ঘিরছে চীন!

[kodex_post_like_buttons]

 

China, encircling, Gujarat, deploying army

কলকাতা টাইমসঃ পাকিস্তানে গিয়ে গুজরাট ঘিরছে চীনা সেনা! জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রচুর পরিমানে যুদ্ধ বিমান এবং সেনা গুজরাট সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি, সীমান্ত এলাকায় একের পর এক গ্রাম গড়ে তোলার কাজও চীনের তরফে শুরু করা হয়েছে বলে খবর। চীনের একমাত্র মিত্র দেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে চাপে রাখার এই কৌশল যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত।

বিশেষজ্ঞদের বক্তব্য, বর্তমানে ভারতের বিরুদ্ধে একযোগে ষড়যন্ত্রে সামিল হয়েছে চীন এবং পাকিস্তানী সেনা। একযোগে সেনা মহড়ারও নানান উদ্যোগ নিচ্ছে এই দুই বৈরী দেশ।  যার ফল স্বরূপ গুজরাট সংলগ্ন পাকিস্তানী বিমানবন্দরে যুদ্ধবিমান এবং প্রচুর পরিমাণে সেনা মোতায়েন শুরু করেছে চীন।

Related Posts

Leave a Reply