মন্ত্রীসভায় ব্যাপক রদবদল করতে চলেছে চীন
নিউজ ডেস্কঃ
চীনে সরকারী পরিকাঠামো আরো উন্নত, দক্ষ ও সেবামুখী করতে কেবিনেটে ব্যাপক রদবদলের পরিকল্পনা করা হয়েছে। সদ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচন আইনে বদল আনা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য প্রেসিডেন্ট থেকে যেতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট। এর পরেই কেবিনেটের খোলনলচে বদলে ফেলার কাজে হাত দে চীন।
সূত্রের খবর, ঠিক করা হয় স্টেট কাউন্সিলে ২৬ মন্ত্রণালয় ও কমিশন থাকবে। আর এই পরিকল্পনাটি আলোচনার জন্য ১৩তম ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রথম অধিবেশনে পেশ করা হবে। জানা গেছে, নতুন মন্ত্রণালয়ের মধ্যে প্রাকৃতিক সম্পদ, প্রবীণ বিষয়ক মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে। স্টেট কাউন্সিলের অধীনে নতুন প্রশাসন গঠিত হবে। এগুলোর মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা ও একটি রাষ্ট্রীয় অভিবাসন প্রশাসনও রয়েছে।