পরমাণু শক্তিধর দেশ হিসাবে ভারতকে গণ্যই করেনা চীন !
কলকাতা টাইমসঃ
ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করে না চীন। শুধু আজকে বলে নয়, কোনও দিনই বেইজিং তা করেনি। এমনটাই জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লু কাং। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠকের ব্যাপারে বলতে গিয়ে লু কাং এমনটা বলেন। চীনের এমন মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা।
চীনের পররাষ্ট্র মন্ত্রকের এই মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল, উত্তর কোরিয়াকে তারা ভারত এবং পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করেন কি না। তার উত্তরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত এবং পাকিস্তানকে তারা কোনও দিনই পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনেই করেননি। শুধু তাই নয়, এই ব্যাপারে তাদের অবস্থান কখনওই বদলাবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।