তীব্র খাদ্য সঙ্কট থেকে দেশের মানুষের নজর ঘোরাতে যুদ্ধের পথে চীন !
কলকাতা টাইমসঃ
ভয়াবহ বন্যায় ৬০ লাখ হেক্টর কৃষি জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে চীনে। ফলে তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হতে চলেছে চীন। জানা যাচ্ছে, খাদ্য সংকট থেকে জনগণের নজর ঘোরাতে সংঘাতের পথকেই হাতিয়ার করতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তাইওয়ানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘তাইপে টাইমসের’ দাবি, এক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে চীন। প্রসঙ্গত, জুলাই মাসে চীনে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ। ইতিমধ্যেই ফসল মজুত করতে শুরু করেছেন সেদেশের চাষিরা।
তাইপে টাইমস বলছে, এই ডাক অনেকটা ‘দিনে শুধু দুই বেলা খাবে’ ডাকের মতোই। ১৯৫৯-১৯৬১ পর্যন্ত চলমান বিরাট দুর্ভিক্ষের সময় মাওজেদং এ রকম প্রচারণা চালিয়েছিলেন। তাইওয়ানি পত্রিকাটির ধারণা, খাদ্য ঘাটতি মোকাবিলায় ব্যর্থ হলে যে দুর্ভিক্ষ হবে তা থেকে দেশবাসীর নজর ফেরাতে আগ্রাসনের মওকা খুঁজছেন শি।