করোনা ভাইরাসকে হাতিয়ার করেই ভারতে ভয়াবহ হামলার পরিকল্পনা চীনের !
কলকাতা টাইমসঃ
ভারতের ওপর ভয়াবহ হামলার সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিলো ভারতীয় গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, ভারতে বড়ো ধরণের সাইবার হামলার প্রস্তুতি নিয়েছে চীনা হ্যাকাররা। প্রথমে রেল এবং ব্যাংক সেক্টরকে অকেজো করে দিতে চাইছে তারা। একই সঙ্গে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে ২০ লক্ষ ভারতীয় জনগণকে।
কিন্তু, কিভাবে? জানা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ইমেইলকে টার্গেট করা হয়েছে। একই সঙ্গে হ্যাকাররা বেছে নিয়েছে বর্তমান বিশ্বে অতিমারী সৃষ্টি করা করোনা ভাইরাসকে। গোয়েন্দারা জানাচ্ছেন, ইমেইলে ‘ফ্রি কভিড -১৯ টেস্ট’ বলে একটি মেসেজ পাঠানো হবে। সেই মেইল্ অন করলেই আপনার যাবতীয় তথ্য চলে যাবে তাদের হাতে। এমনকি আপনার ইমেইল তখন আর আপনার নিয়ন্ত্রণেও থাকবে না।
অর্থাৎবিনা পয়সায় করোনা পরীক্ষার প্রলোভন দেখিয়েই মানুষের কাছে পৌঁছতে চাইছে চীনা হ্যাকাররা। এই ধরণের মেইল্ কোনো অবস্থাতেই না খোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় সাইবার বিশ্লেষকরা। খতিয়ে দেখা হচ্ছে বেশ কয়েকটি চীনা ওয়েবসাইটও।