January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

 আমেরিকার কাছে কার্যত মাথা নোয়ালো চীন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পাকিস্তান এবং উত্তর কোরিয়াকে চাপে রেখেছে আমেরিকা। এবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপের কাছে নতিস্বীকার করল চীন।

কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসন লোহা ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়িত করতে সমস্যায় পড়তে হবে বলে মনে করা হয়েছিল। রবিবার চীনের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ব বাজারে তাদের কোনও আগ্রহ নেই। কিন্তু চীন যে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ চায় না তাও তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন চীনের ১৩তম ন্যাশানাল পিপলস কংগ্রেসের মুখপাত্র ঝাং ইয়েসুই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নতিস্বীকার করে বলেন, ‘‌চীন কখনও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ চায় না। কিন্তু যদি দেখা যায় আমেরিকার পদক্ষেপে আমাদের স্বার্থে আঘাত লাগছে তাহলে আমরা চুপচাপ বসে থাকব না। আন্তর্জাতিক বাজারে এই বিষয়ে সোচ্চার হওয়ার কোনও উদ্দেশ্য আমাদের নেই।

 

Related Posts

Leave a Reply