এবার কুকুর খেলিয়েই জয়ের স্বপ্ন চিনের
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
প্রতিবেশী দেশগুলির জমি দখলের জন্য রোজই নতুন নতুন ফন্দি করারই চিনের স্বভাব৷ তারজন্য নানা উপায় করতেই থাকে বেইজিং প্রশাসক৷ কিছুদিন আগেই মাইক্রোওয়েভ অস্ত্র তৈরির দাবি করার পর, এবার বেজিংয়ের নয়া অস্ত্র রোবোটিক কুকুরের বাহিনী৷ এই রোবোটিক কুকুরগুলি গুলি চালাতে পারে৷ কুকুর বলা হলেও, এগুলি হল আদতে একেকটি চার পায়ের যন্ত্র৷ এমনিতে এই যন্ত্রগুলি ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটের জন্য একটি ডিস্কাস বহন করার মতো সাধারণ কাজকর্ম করে থাকে৷ তবে, চিনের সরকারি সংবাদমাধ্যমে চিনা সামরিক বাহিনী এমন এক ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে, যেখানে এই রোবোটিক কুকুরগুলিকে সশস্ত্র অবস্থায় দেখা যাচ্ছে৷ সামরিক মহড়ায় গুলি ছুড়তে দেখা যাচ্ছে৷
সমালোচকরা অবশ্য ভিডিয়োটিকে প্রোপাগান্ডা বলে উডি়য়ে দিয়েছেন৷ তাঁদের দাবি, এই যান্ত্রিক কুকুরগুলি কোনও মানসম্মত আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করার জন্য উপযুক্ত নয়৷ তাঁদের মতে, ভবিষ্যতের যুদ্ধে বিপ্লব ঘটাতে পারে চিনের এই যান্ত্রিক কুকুরগুলি৷ চিনের তৈরি করা এই রোবোটিক কুকুরগুলি কতটা লড়াইয়ে পারদর্শী, তার মূল্যায়নের জন্য ইউএস মেরিন কর্পস গত বছর এই ধরনের বেশ কয়েকটি দ্বারা রোবোটিক কুকুর কিনেছিল৷
গবেষণা দলের প্রধান বিজ্ঞানী তথা নানজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক, জু চেং জানিয়েছেন, তাঁরা একটি রোবোটিক কুকুরের উপর একটি ৭.৬২ মিমির মেশিনগান স্থাপন করেছিলেন৷ যে বন্দুক থেকে প্রতি মিনিটে ৭৫০ রাউন্ড গুলি ছোড়া যায়৷
সমালোচকরা অবশ্য ভিডিয়োটিকে প্রোপাগান্ডা বলে উডি়য়ে দিয়েছেন৷ তাঁদের দাবি, এই যান্ত্রিক কুকুরগুলি কোনও মানসম্মত আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করার জন্য উপযুক্ত নয়৷ তাঁদের মতে, ভবিষ্যতের যুদ্ধে বিপ্লব ঘটাতে পারে চিনের এই যান্ত্রিক কুকুরগুলি৷ চিনের তৈরি করা এই রোবোটিক কুকুরগুলি কতটা লড়াইয়ে পারদর্শী, তার মূল্যায়নের জন্য ইউএস মেরিন কর্পস গত বছর এই ধরনের বেশ কয়েকটি দ্বারা রোবোটিক কুকুর কিনেছিল৷
গবেষণা দলের প্রধান বিজ্ঞানী তথা নানজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক, জু চেং জানিয়েছেন, তাঁরা একটি রোবোটিক কুকুরের উপর একটি ৭.৬২ মিমির মেশিনগান স্থাপন করেছিলেন৷ যে বন্দুক থেকে প্রতি মিনিটে ৭৫০ রাউন্ড গুলি ছোড়া যায়৷