January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তাইওয়ান আক্রমণের পথে চীন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রীতিমতন তাইওয়ান আক্রমণের পথেই হাঁটার সিদ্ধান্ত নিলো চীন। অধিকৃত হংকংকে দমন নীতির পাশাপাশি সেনাবাহিনীর সাহায্যেই তাইওয়ান সমস্যা মেটানোর পথে হাটতে চলেছে শি জিনপিং প্রশাসন। এমনিতেই করোনার উৎস নিয়ে বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে রয়েছে চীন। এই পরিস্থিতিতে হংকং এবং তাইওয়ান নিয়ে পর পর দুদিনের এই সিদ্ধান্ত যথেষ্ট চাপের মুখেই ফেলতে চলেছে এশিয়ার এই শক্তিধর দেশকে।

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের একজন জেনারেল লি জুয়োচেংআজ শুক্রবার জানান, তাইওয়ানের পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে। তিনি এও বলেন, ২০০৫ সালের আইন অনুসারে চীন চাইলে তাইওয়ানের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। অন্যদিকে লাদাখ নিয়েও ভারতের সঙ্গেও উত্বেজক পরিস্থিতির সৃষ্টি করেছে চীন। এমনকি এভারেস্ট নিয়েও নেপালের সঙ্গে দ্বন্দ্বের অবস্থান নিয়েছে তারা। স্বভাবতই পরিস্থিতি বর্তমানে চীনের কাছে যথেষ্টই চাপের।

Related Posts

Leave a Reply