November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মোদির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চীন-পাকিস্তানের

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চীন-পাকিস্তানের বিরুদ্ধে এবার গভীর অভিযোগ উঠলো। চীন-পাকিস্তান এমন ষড়যন্ত্রকরছে যাতে ভারতে আগমী ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে না পারেন।এ অভিযোগ করেছেন কর্ণাটকের বিজেপি রাজ্য সভাপতি সিটি রবি। বেঙ্গালোরের এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, কংগ্রেস আজ একটি মামুলি দলে পরিণত হয়েছে। মোদী আতঙ্কেই কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি বিজেপির বিরুদ্ধে জোট বেধেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মোদীকে হটানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মোদী ক্ষমতায় এলে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই শত্রু দেশগুলো চাইছে মোদী যেন পুনরায় ক্ষমতায় আসতে না পারে।

যদিও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, চীন-পাকিস্তানের ষড়যন্ত্রকে নাস্তানুবাদ করে আগামী ২০১৯ সালের নির্বাচনে বিপুল আসন পেয়ে জয় পাবে মোদী।

Related Posts

Leave a Reply