যুদ্ধের জন্য প্রস্তুতি চীনের
কলকাতা টাইমস :
তাহলে কি আমেরিকার সঙ্গে শীঘ্রই সমরে নামতে চলেছে চীন? চীনের এক ঘোষণায় এমনি আভাস পাওয়া গেল। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) এক বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। এই ভাষণ পরে জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
শি জিনপিং বলেছেন, সেনাবাহিনীর সকল সামরিক ইউনিটকে অবশ্যই জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের ধারা উপলব্ধি করতে হবে। চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে সেনাবাহিনীকেই দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চীন তাদের সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়িয়ে তোলার ওপর আগের তুলনায় অনেক বেশি জোর দিচ্ছে। শুল্ক নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক বাহিনীর প্রতি শির এই নির্দেশনা বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা পর্যবেক্ষকদের। আর শি জিনপিং-এর এই ঘোষণার পর শুধু চীনের জনগণ নয় সমগ্র দুনিয়া আশংকা করছে চীন-আমেরিকার যুদ্ধ সম্মুখ সমরে।