দ্বিতীয়বারও না, ভাইরাস গবেষণাগারে তদন্ত দল যেতে পারবে না বলল চীন
তিনি আরও বলেন, এ প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাই চীন তা কখনোই মেনে নেবে না। চলতি মাসের শুরুতে সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস, তদন্তে আরো স্বচ্ছ ও সহযোগীতামূলক হতে চীনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের উৎস খুঁজতে উহান ভাইরোলজি ইনস্টিটিউটে যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল। ফিরে এসে তারা বলে, উহানের গবেষণাগার থেকেই ভাইরাসটি ছড়িয়েছে এমন কোন প্রমাণ তারা পাননি।
চীনের উহানেই প্রথম ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এরপরই সন্দেহের তীর এসে পড়ে গবেষণাগারটির দিকে। কারণ সেখানে প্রাণী থেকে মানবদেহে সংক্রমণশীল ভাইরাস নিয়ে গবেষণা হয়।