উহানকে বাঁচাতে সোয়া ১ লক্ষ মানুষকে সেই রাজ্যে পাঠালো চীন !
কলকাতা টাইমসঃ
উহানকে বাঁচাতে ৭ দিনে প্রায় সোয়া ১ লক্ষ মানুষকে সেই রাজ্যে পাঠিয়েছে চীন প্রশাসন। রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে বিভিন্ন কাজের জন্য ওই লোকজন সেখানে গিয়েছেন বলে জানা যাচ্ছে। গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে তারা বিভিন্ন ধাপে সেখানে পৌঁছয়। এদের মধ্যে প্রায় ৪ হাজার ডাক্তার এবং নার্স রয়েছেন। সবচেয়ে বড় সংখ্যক মানুষ হলেন শ্রমিক।
জানা যাচ্ছে, সেখানকার ভাইরাস আক্রান্ত রোগীদের জন্যে উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতাল তৈরী করা হচ্ছে। মাত্র ১০ দিনে তৈরি এই হাসপাতালটি আগামীকাল সোমবার খুলে দেওয়া হতে পারে। চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০০০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন মানুষ। শুধু চিনেই মারা গিয়েছেন ৩০৪ জন।