অস্ত্র দেওয়া বন্ধ না করলেই… আমেরিকাকে চিন যা বললো তাতে
দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে চিন। তবে তাইওয়ানের পালটা দাবি, তারা চিনের অংশ নয়, বরং স্বাধীন রাষ্ট্র। নিজস্ব প্রশাসনও রয়েছে তাইওয়ানের। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে। এই সফরেই আমেরিকার থেকে ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি সাক্ষর হয় তাইওয়ানের। যার মাধ্যমে মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ ও রাডার কিনবে তাইওয়ান। তবে এই ঘটনায় চিনের দাবি, আমেরিকা চিনের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।