কোটি কোটি নকল মাস্ক পাঠিয়ে ইতালিকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করে চীন !
কলকাতা টাইমসঃ
ইতালিকে বিপুল পরিমান নকল করোনা প্রতিরোধ সরঞ্জাম পাঠানোর অভিযোগ উঠলো চীনের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ইতালিকে বিক্রি করা প্রায় ২৫০ মিলিয়ন মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর মধ্যে অর্ধেক জিনিসই ছিলো হয় নকল নয় ত্রুটিযুক্ত। বিশেষকরে মাস্কের অর্ধেকই ছিলো নকল। যেগুলো ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দিতে অক্ষম।
অভিযোগ ওঠার পর থেকে চালানো এক তদন্তের ভিত্তিতে উঠে আসে এই তথ্য। জানা যাচ্ছে, মূলত নকল মাস্কের কারণেই ২০২০ সালের জুলাইয়ের পর চীন থেকে মাস্ক আমদানি বন্ধ করে দেয় ইতালি সরকার। গত বছর বিপুল পরিমানে মাস্ক, পিপিইকিট সহ প্রয়োজনীয় নানান চিকিৎসা সরঞ্জাম ইতালিকে রপ্তানি করে চীন। মূলত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য এগুলো আমদানি করে সেদেশের সরকার।