করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অপারগ চীন !
কলকাতা টাইমসঃ
চীন কি আদৌ নিয়ন্ত্রণ করতে পারবে করোনা ভাইরাস? ক্রমশই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই ভয়াবহ মহামারী। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, চীনের চিকিৎসা বিজ্ঞান এই ভাইরাসের আক্রমণ ঠেকাতে পারবে না। এমনটাই মত ইংল্যান্ডের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিস অ্যানালাইসিসের বিজ্ঞানীদের।
গবেষকরা বলছেন, চীনের অভ্যন্তরে এই ভাইরাসের ছড়িয়ে পড়া সীমাবদ্ধ রাখা সম্ভব নাও হতে পারে। আমেরিকার লেডি অব লরডেস হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানাচ্ছেন, ‘নতুন ভাইরাসটি নভেল করোনা ভাইরাস (nCoV)। শ্বাসযন্ত্রে সংক্রামিত হওয়া করোনা ভাইরাসের থেকে এটি আলাদা।’ উদ্বেগের সঙ্গেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, তার দেশ বর্তমানে ‘ভয়ংকর পরিস্থিতি’র সঙ্গে লড়াই করছে।