কথা রাখেনি চীন: ধৈর্যের বাঁধ ভাঙছে ভারতীয় সেনার
কলকাতা টাইমসঃ
ভারতের হাতে আসা উপগ্রহ চিত্র আবারো উত্তেজনা সৃষ্টি করতে চলেছে ভারত-চীন সীমান্তে। জানা যাচ্ছে, সীমান্ত সংলগ্ন প্যাংগং লেক থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি চীন। গত ১০ জুলাইয়ের স্যাটেলাইট চিত্র বলছে, চীনা নির্মাণ থেকে শুরু করে তাঁবু এখনো ওই এলাকায় বহাল তবিয়তে রয়ে গেছে। এই ছবি সামনে আসতেই ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনীর।উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি চালাতে শুরু করেছে তারা।
চীনা সেনারা আদৌ নির্ধারিত সীমান্ত এলাকা থেকে দুই কিলোমিটার পিছিয়ে যায়নি। এমনটাই দাবি করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, এখনও প্যাংগং লেক এলাকায় দেখা যাচ্ছে চীনা হোভারক্রাফ্ট। এমনকি ১০ টি সামরিক নৌকাও ফিঙ্গার-৪ এলাকার পূর্ব প্রান্তে মজুত রেখেছে চীন। সম্প্রতি এমনই ছবি ধরা পড়েছে উপগ্রহ মারফত।