ভারতের ‘দৌলত বেগ ওল্ডি সড়ক’ দখল করে গলার কাঁটা উপড়ে ফেলতে চাইছে চীন
কলকাতা টাইমসঃ
গালওয়ান উপত্যকার পর এবার চীনের নজর দৌলত বেগ ওল্ডি বা ডিবিও সড়ক! সূত্রের খবর বুধবার সকাল থেকেই ডিবিও রোডের সমান্তরালে চীনের দিকে রাতারাতি গজিয়ে ওঠে একাধিক সেনাছাউনি। আনোগোনা বেড়ে যায় সাঁজোয়া গাড়ির। সেদিন থেকেই ওই সড়ক জুড়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারত। এছাড়া অবিরত সেখানে চক্কর দিচ্ছে ভারতীয় যুদ্ধ বিমান।
ভারতীয় সেনা সূত্রের খবর, ডেসপ্যাং এবং ডিবিও সড়কের খুব কাছে ঘাঁটি গেড়েছে লাল ফৌজ। তিব্বত-জিংজিয়াং হাইওয়ের খুব কাছেই তৈরী করা হয়েছে ডিবিও সড়কটি। যা চীনের বড়সড় মাথা ব্যাথার কারণ। এবার সুযোগ বুঝে ডেপসাং পেরিয়ে ডিবিও সড়ক কব্জা করে গলার কাঁটা উপড়ে ফেলতে চাইছে চীন।