চীনের ৬০০ কিলোমিটার এলাকা এখন রাফালের পাল্লায়
কলকাতা টাইমসঃ
চীন এবং পাকিস্তানের ৬০০ কিলোমিটার এলাকা এবার রাফালের পাল্লায়। যে কোনো শত্রু দেশে ঢুকে এখন অবলীলায় ধ্বংসলীলা চালাতে সক্ষম ভারতের হাতে আসা বিশ্বের অন্যতম ভয়ংকর এই যুদ্ধ বিমান। আজই হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে এই অত্যাধুনিক বিমানটি। রাফাল এতটাই শক্তিশালী, যে শত্রু শিবিরের ৬০০ কিলোমিটার দূরত্বে অবলীলায় আঘাত হানতে পারে সে।
রাফালের বিয়ন্ড ভিজুআল রেঞ্জ ১৫০ কিলোমিটারেরও বেশি। পাকিস্তানের যুদ্ধবিমানে যা বড়জোড় ৫০ কিলোমিটার। এয়ার টু এয়ার ১৫০ কিলোমিটার দূরের লক্ষমাত্রায় আঘাত হানতে সক্ষম রাফাল। এয়ার টু গ্রাউন্ডের ক্ষেত্রে ৩০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম। ১০০ কিলোমিটার এলাকার ৪৫টি নিশানায় এক সঙ্গে আঘাত হানতে পারে রাফাল। রাফালের এয়ারটু এযার এবং এয়ার টু সারফেস ফায়ারপাওয়ার ৩৭০০ কিলোমিটার।