চীনের কালা আইন: অগ্নিগর্ভ হতে পারে হংকং  – KolkataTimes
May 5, 2025     Select Language
Audio News Editor Choice Bengali রোজনামচা

চীনের কালা আইন: অগ্নিগর্ভ হতে পারে হংকং 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হংকংকে বাগে আনতে এবার ‘ন্যাশনাল সিকিউরিটি ল’ নামক আইন প্রয়োগের অনুমোদন দিলো চীন প্রশাসন। কার্যত হংকংয়ের সমস্ত ধরনের আন্দোলন বন্ধ করতেই চীনের এই উদ্যোগ। এর ফলে হংকংয়ের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশংকা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হংকংয়ের স্বাধীনতা সংশয়ের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এই প্রস্তাবে অনুমোদন দেয়। ২,৭৭৮ জন পক্ষে এবং মাত্র একজন বিপক্ষে ভোট দেন। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ছয় জন। কিছুদিনের মধ্যেই হংকংয়ের আইনসভায় এটি আইন হিসেবে পাস করা হবে। নতুন এ আইন অনুযায়ী, হংকংয়ে কেন্দ্রীয় বিরোধিতা, এবং বিদেশি হস্তক্ষেপ নিষিদ্ধ করা হবে।

নতুন বিল অনুযায়ী, হংকংয়ে কেউ জাতীয় সঙ্গীতের অবমাননা করলে, তার সর্বাধিক তিন বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার হংকং ডলার জরিমানা করা হবে। জুন মাসে বিলটি আইনে পরিণত হবে। গত বছর এমনই আরেকটি আইন নিয়ে হংকংয়ের সঙ্গে সম্পর্ক রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। টানা আন্দোলনের মুখে পিছু হটে চীন।

Related Posts

Leave a Reply