February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ ঠেকাবে চীনের পাতিহাঁস  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ ঠেকাবে চীনের পাতিহাঁস। নিজেদের ভয়ংকর ক্ষতি ঠেকাতে বন্ধু দেশের এই হাঁস সেনারাই এখন একমাত্র ভরসা পাকিস্তানের। পঙ্গপালভোজী এই পাতিহাঁস চীনের জেইজিয়াং থেকে পাঠানো হবে বলে জানা গেছে। পঙ্গপাল নিয়ন্ত্রণে চীনা বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই পাকিস্তানেঘুরে এসেছেন। বছর ২০ আগে চিনেও এই ধরণের হামলার ঘটনা ঘটে। তখন হংসকুলই তাদের রক্ষা করে।

বিশেষজ্ঞদের ধারণা, হাঁস দল বেঁধে থাকতে পছন্দ করায় তাদের নিয়ন্ত্রণ করাও অত্যন্ত সহজ। মুরগির তুলনায় দিনে প্রায় তিনগুণ বেশি পঙ্গপাল খেতে পারে একটি হাস। একটি মুরগি ৭০টি পঙ্গপাল খেলে, হাঁস সেখানে অবলীলায় ২০০টি পঙ্গপাল খেতে পারে। গত বছর পঙ্গপালের হামলার ফলে বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তানের অন্যতম অর্থকরী ফসল তুলো।

Related Posts

Leave a Reply