January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনের পরের পরিকল্পনায়, নেপাল, ভুটান, সিকিম এবং অরুণাচলপ্রদেশ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চীনের কার্যকলাপ নিয়ে ভারতকে সতর্ক করলেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷ তার মতে, লাদাখ সীমান্তে চীনের কার্যকলাপ চীনের ‘ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি’র অংশ৷ যে স্ট্র্যাটেজির শুরুয়াত হয়েছিল মাও সে তুং -এর হাত ধরে৷ প্রসঙ্গত, তিব্বতের নেতারা ভারতকে দীর্ঘ ৬০ বছর ধরে এই বিষয়ে সতর্ক করে আসছেন৷

তিব্বত দখল করার পর চীনের তৎকালীন সর্বময় কর্তা মাও সে তুং বলেছিলেন, তিব্বত হল হাতের তালু, যা আমাদের দখল করতেই হত৷ এরপর আমরা বাকি পাঁচ আঙুল বাড়াবো৷ প্রথম আঙুলটি হল লাদাখ৷ বাকি ৪টি আঙুল নেপাল, ভুটান, সিকিম এবং অরুণাচলপ্রদেশ৷’

Related Posts

Leave a Reply