November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ধাক্কা  দিলেই সারাজীবন তাই মেরে ফেলাই এই দেশের আজব নিয়ম?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শুনলে আপনি অবাক হবেন, চীনের রাস্তায় কাউকে যদি কোনো গাড়ি ধাক্কা মারে তাহলে সেই ধাক্কা মারা গাড়ির চালক আবারো আহত ব্যক্তিকে আঘাত করে মেরে ফেলতে চেষ্টা করেন।

জানা যায়, একটি BMW গাড়ি কিছুদিন আগেই চীনের রাস্তায় একটি দু’বছরের বাচ্চা মেয়েকে ধাক্কা মারে, বাচ্চাটি তার ঠাকুরমার  সঙ্গে যাচ্ছিল। ধাক্কা মারতেই শিশুটির ঠাকুরমা চিৎকার করে গাড়ির চালককে বলে সে এটা কী করল! আর তক্ষুণি নাকি গাড়িটি ঘুরে এসে আবার ধাক্কা মেরে শিশুটিকে একদম চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে।

জানা যাচ্ছে, চীনের একটা প্রাচীন প্রবাদ অনুযায়ী, ‘কাউকে ধাক্কা মারার চেয়ে তাকে মেরে ফেলা ভাল।’ কিন্তু শুধু প্রবাদই নয়, চীনের একটি আইন রয়েছে যার জন্যই এই প্রবণতা এতটা বড়ছে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। চীনের আইন অনুসারে, পথ চলতি কোনো মানুষকে কোনো গাড়ি ধাক্কা মারলে সেই আহত ব্যাক্তি যতদিন বেঁচে থাকবে তাকে ততদিনই ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্ত গাড়িটিকে। কিন্তু যদি ধাক্কা লেগে কেউ মারা যায়, সেক্ষেত্রে মৃত ব্যক্তিকে এককালীন ক্ষতিপূরণের টাকা দিয়ে দিলেই মিটে যায়। ফলে যেহেতু একলীন খরচটা অনেকটাই কম তাই এই মেরে ফেলার প্রবণতাটা বেড়ে যাচ্ছে।

Related Posts

Leave a Reply