করোনা ভাইরাস: মুখ থুবড়ে পড়েছে চীনের পর্যটন শিল্প
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে চীনের অর্থনীতি। মুখ থুবড়ে পড়েছে সেদেশের পর্যটন শিল্প। বর্তমানে চীনে শুরু হয়েছে বসন্ত উৎসব। ভাইরাস আতঙ্কে ফিকে হয়ে গেছে উৎসবের আনন্দ। ভাইরাসের আঁতুরঘর ১ কোটি ১০ লাখ মানুষের উহান প্রদেশ এখন প্রায় বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। আমেরিকা, ফ্রান্স আর স্পেনের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম পর্যটনবান্ধব দেশ চীন। ২০১৮ সালে ৬ কোটি পর্যটকচীন ভ্রমণ করেন।
ভাইরাস আতঙ্কে ফ্লাইট বাতিল করছেন বেশিরভাগ পর্যটক, বাতিল হয়েছে হোটেল বুকিংও। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে চীনা সাউদার্ন এয়ারলাইন্স, চীনা ইস্টার্ন এয়ারলাইন্স ও চীনা এয়ার।শেয়ার বাজারেও বড় ধাক্কা খেয়েছে তারা। চীনের অর্থনীতির ১১ শতাংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। ২ কোটি ৮০ লাখ মানুষ এই শিল্প নিয়ে কাজ করেন।