চীনের প্রাচীরের হাল ফেরাবে ড্রোন !
কলকাতা টাইমসঃ
বিদেশি শত্রুদের ঠেকাতে তৈরি করা হয়েছিল চীনের প্রাচীর। অথচ একটু একটু করে সেই প্রাচীর ভেঙে অনেকদিন ধরেই চলছে ঘরবাড়ি তৈরির কাজ। সব মিলিয়ে দু’হাজার বছরেরও বেশি প্রাচীন চীনের প্রাচীরের অন্তত ৩০ শতাংশ ক্ষয়ে গেছে বলে জানিয়েছে ন্যাশনাল জিয়োগ্রাফিক।
প্রাচীর ভাঙ্গা রোধ করতে এবার ড্রোনকে হাতিয়ার করলো বেজিং। প্রাচীরের কোথায় কতখানি ক্ষতি হয়েছে, ইতিমধ্যেই তার একটি তালিকা করা হয়েছে ড্রোন থেকে পাওয়া হাই-ডেফিনেশন, থ্রি-ডি ছবির মাধ্যমে। এখন কাজ, নতুন করে ইট-পাথর বসিয়ে প্রাচীরের হাল ফেরানো। প্রাচীরের জটিল গঠনের সঙ্গে মিলিয়ে সেটা যে সহজ নয়, তা মানছেন বিশেষজ্ঞরাও।