যুদ্ধ ভয়ে আতংকিত চীনা সেনা !
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে বিভিন্ন কারণে প্রবল চাপের মধ্যে রয়েছে চীন। ভয়াবহ বন্যা সহ উইঘুর মুসলিম সবমিলিয়ে দেশের অন্দরেও কোনঠাঁসা চীনা প্রশাসন। এরই মধ্যে চীনের বিরুদ্ধে আদা-নুন খেয়ে আসরে নেমেছে আমেরিকা। সবকিছু নিয়েই যথেষ্ট ঘাবড়ে গিয়েছে চীনা সেনাবাহিনী। জানা যাচ্ছে, প্রবল আতংক গ্রাস করেছে বাহিনীকে। যে কারণে তাদের মনোবল বাড়াতে নানান পদক্ষেপ নেওয়া শুরু করেছে চীনা প্রশাসন। এমনকি, দেশের সেনাবাহিনীকে উজ্জীবিত করতে আসরে নামতে হয় খোদ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও।
গত জুন মাসে গ্যালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে চীনা বাহিনী। এর পর থেকেই চীন ক্রমাগত ভারতীয় সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তোলার চেষ্টা করে চলেছে। কিছুদিন আগেই সীমান্তের উদ্যেশ্যে যাত্রারত চীনা সেনাবাহিনীর কান্নারত ভিডিও ভাইরাল হয়। জানা যাচ্ছে এর পর থেকেই তাদের মনোবল বাড়ানোর মরিয়া চেষ্টা করে চলেছে চীনা প্রশাসন। গত ১৩ অক্টোবর গুয়াংডং প্রদেশের সেনা ক্যাম্প পরিদর্শন করেন প্রেসিডেন্ট। সেখানেই তিনি এই বক্তব্য রাখেন বলে জানা যাচ্ছে।