করোনা মুক্ত থাকতে পেরে ইতালিতে বীরের মর্যাদা পাচ্ছেন চীনা বংশোদ্ভুতরা !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত থাকতে পেরে ইতালিতে বীরের মর্যাদা পাচ্ছেন চীনা বংশোদ্ভুতরা। মূলত ইতালির প্রতো শহরে বসবাসকারী চীনা বংশোদ্ভূত প্রায় ৫০ হাজার নাগরিকের কেউ করোনায় আক্রান্ত হয়নি। এমনই চমকে দেওয়া তথ্য দিলো রয়টার্স। সূত্রের খবর, চীনা বংশোদ্ভূত লোকজন চীনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের কোয়ারেন্টাইন করে ফেলে। এটাই ছিল তাদের সেফ থাকার মূল মন্ত্র।
তবে ভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে এই চীনাদের বিরুদ্ধে কিছুটা বিদ্বেষ ছড়িয়ে পড়ে ছিল বলে খবর। জানা যাচ্ছে, জানুয়ারির শেষ দিক থেকে প্রাতো শহরের চীনার নিজেদের ঘরবন্দি করে রাখতে শুরু করেন। অথচ ইতালিতে প্রথম করোনা আক্রান্তের হদিস মেলে জানুয়ারির ২৩ তারিখ। প্রসঙ্গত, ইতালিতে এখনও পর্যন্ত ১৩,৯১৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের আক্রমণে। আক্রান্ত ১,১৫,২৪২ জন মানুষ।