November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আরো কিছুবছর বেশি বাঁচবে চীনারা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রো কিছুবছর গড আয়ু বাড়ল চীনাদের। কোনও দেশের নাগরিকদের গড় আয়ুকে সেখানকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, বিশেষ করে চিকিৎসা ও স্বাস্থ্যখাতে সফলতার চাক্ষুষ প্রমাণ হিসেবে মনে করা হয়। ইতোমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে চীন। ফলে তাদের অর্থনৈতিক ভিত্তি যে মজবুত, তা নিয়ে সন্দেহ নেই। এবার গড় আয়ুর দিক থেকেও সামঞ্জস্যপূর্ণ প্রমাণ উপস্থাপন করেছে দেশটি।

বর্তমানে চীনাদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৩ বছর। ২০১৫ সালের তুলনায় যা ০.৯৬ শতাংশ বেশি।

সম্প্রতি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

গড় আয়ু বৃদ্ধির এ ঘটনাকে মেডিকেল ও স্বাস্থ্যখাতে চীনের ১৩তম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনার সফল বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেছে দেশটি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় চীনের অবিচ্ছিন্ন বিনিয়োগ, স্বাস্থ্য সম্পর্কিত দারিদ্র্য হ্রাস কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা প্রচারের ফলে দেশটিতে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ৫৯৪টি মাতৃ ও শিশু সেবা প্রতিষ্ঠানে ১০ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থবরাদ্দ দিয়েছে চীনের কেন্দ্রীয় সরকার।

Related Posts

Leave a Reply