পরিচয় গোপন করে শত্রু দেশেই মেয়েকে পড়তে পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং !   – KolkataTimes
April 26, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পরিচয় গোপন করে শত্রু দেশেই মেয়েকে পড়তে পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জি মিংজে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একমাত্র কন্যা। চাঞ্চল্যকর খবর হলো, নিজের মেয়ের পরিচয় গোপন করে তাকে আমেরিকায় পড়তে পাঠিয়েছিলেন চীনের বর্তমান প্রেসিডেন্ট! ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্র্যাজুয়েট স্তরের পড়াশোনা শেষ করে জি পাড়ি দিয়েছিলেন আমেরিকায়, ২০১০ সালে। গন্তব্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত গোপনীয়তার মধ্যে ছদ্ম পরিচয়ে জি সেখানে সাইকোলজি এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা চালিয়ে যান।

জি যখন হার্ভার্ডে যান, তখনও তার বাবা চীনের প্রেসিডেন্ট হননি। কিন্তু কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা ছিলেন তার দাদা জি ঝোংজুন। জি মিংজে-এর জন্ম ১৯৯২ সালের ২৭ জুন। শোনা যায় ফ্যাশনেও আগ্রহ রয়েছে তার। নব্বইয়ের দশক থেকেই গোপনে বেড়ে উঠছেন প্রেসিডেন্ট কন্যা জি। তাকে প্রথম প্রকাশ্যে দেখা যায় ২০১৩ সালে। বাবা-মায়ের সঙ্গে তিনি দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

Related Posts

Leave a Reply