ভাইরাস ছড়ানোর অভিযোগে চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা ভারতের আদালতে
কলকাতা টাইমসঃ
ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়াটা আসলে চীনের ষড়যন্ত্র! এই অভিযোগ তুলে ভারতের আদালতে মামলা করলেন এক জনৈক আইনজীবী। মুজফফরপুরের একটি আদালতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সান ওয়েডং এর বিরুদ্ধে এই মর্মে একটি মামলা রুজু করা হয়।
মুজাফ্ফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা ওই অভিযোগে দায়ের করেছেন বলে জানা গেছে। আগামী ১১ এপ্রিল সেখানকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, মার্কিন মুলুকের অ্যান্টি বায়োলজিক্যাল ওয়ার নিয়ে কাজ করতে থাকা গবেষক অধ্যাপক ফ্রান্সিস বাওয়েল জানান, করোনা আসলে চীনের ল্যাবে প্রস্তুত হওয়া একধরণের জৈব অস্ত্র। যা অসাবধনতাবশত লিক হয়ে এই বিশ্ব বিপর্যয় ঘটেছে।