করোনা ভাইরাসের কবলে চীনের খেলাধুলোর জগৎ
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের কারণে চীনের জনজীবনের সঙ্গে একই রকম বিপর্যস্ত সেদেশের খেলাধুলোর জগৎ। যার জেরে স্থগিত করে দেওয়া হলো সেদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। মারণ ভাইরাসের কারণেই আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি চীণের ইয়াঙ্কিংয়ে পুরুষদের আলপিন স্কিয়িং বিশ্বকাপ হওয়ার কথা ছিলো। সেটি বাতিল করা হয়েছে।
চীনের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হলো চাইনিজ সুপার লিগ। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চিনে শুরু হওয়ার কথা ছিল সুপার লিগ। যেখানে খেলার কথা রয়েছে ইয়াইয়া তোরে, মারুন ফেলাইনি, অস্কার, মার্কো আরনাতোভিচ, স্যালোমন রন্ডনদের। বাতিল করা হয়েছে সেই খেলা।