নেপালে হামলা চীনা সেনার !
কলকাতা টাইমসঃ
এবার নেপালের ওপর হামলা চালালো চীনা সেনাবাহিনী! জানা যাচ্ছে, নেপালের নামখা সীমান্ত পরিদর্শনের সময় পরিদর্শক দলের ওপর কাঁদানে গ্যাসের শেল্ ছুড়ে তাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো। এই ঘটনায় চীন-নেপাল সীমান্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। জানা যাচ্ছে, নেপালের পরিদর্শক দলটি যখন সীমান্তের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পিলার দেখে ফিরছিল তখনই চীনা সেনাবাহিনী এই ঘটনা ঘটায়। নেপালের পরিদর্শক দলের এক নেতা পেনা লামা তার চোখে আঘাত পেয়েছেন বলে খবর।
এর আগে, চীনের তরফ থেকে অভিযোগ করা হয় নামখার কিছু অংশ নেপাল জবরদখল করে রেখেছে। গত ১০ অক্টোবর নেপালের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে চীনের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সীমান্ত পরিদর্শনের সিদ্ধান্ত নেয় নেপাল প্রশাসন। নামখা পৌরসভার ভাইস চেয়ারম্যান পেনা লামা জানান, তিনি সহ অন্যান্যরা যখন সীমান্তে তাদের খুঁটি পরিদর্শন করছেন ঠিক তখনই তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।