ভুটান সীমান্তে আস্ত গ্রাম বানিয়েছে চিন! এগোচ্ছে ডোকলামের দিকে
কলকাতা টাইমস :
লাদাখে শান্তি আলোচনা করে ভুটান সীমান্তের কাছে আস্ত একটা গ্রামই বানিয়ে ফেলেছে চিন । তাদের সরকারি ওয়েবসাইটেই ডোকলামে ভুটান সীমান্তের কাছে আমু চু এলাকায় কাল্পনিক গ্রামের ছবি দেখে উদ্বিগ্ন নয়াদিল্লি। উপগ্রহ চিত্র নিশ্চিত করেছে, সত্যিই আমু চু এলাকায় এমন একটি জনপদ দেখতে পাওয়া গেছে। সেটা চিনেরই দখলে বলে মনে করা হচ্ছে।
ভুটান সীমান্ত থেকে দু’কিলোমিটার ভেতরে আন্ত একটা জনপদ করে তুলেছে চিন । ছোট্ট একটা গ্রাম যেখানে নাকি বসতিও গড়ে তুলেছে লোকজন। নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনটাই। দেখা গেছে, একই ধাঁচের সারি সারি বাড়ি রয়েছে। সেখানে লোকজনের আনাগোনাও বোঝা গেছে। গ্রাম শুধু নয় তার লাগোয়া রাস্তাও তৈরি করছে চিন। ডোকলাম মালভূমির যে জায়গা নিয়ে অশান্তি বেঁধেছিল নতুন গ্রাম তৈরি হয়েছে তার কিছু দূরেই। উপগ্রহ চিত্র জানান দিয়েছে, চিন ও ভারতীয় বাহিনী যেখানে ৭৩ দিন মুখোমুখি দাঁড়িয়েছিল তার থেকে ১০ কিলোমিটার দূরত্বেই রয়েছে ওই গ্রাম।
২০২০ সাল থেকে ভুটান সীমান্তে একাধিক ছোট ছোট গ্রাম তৈরি হয়েছে বলে জানা গেছে। উপগ্রহ চিত্র থেকে আরও স্পষ্ট, বিস্তীর্ণ এলাকা জুড়ে জনপদ গড়ে তুলেছে চিনের বাহিনী। গত বছর উপগ্রহ চিত্র দেখিয়েছিল ডোকলামের কাছে নিজেদের সামরিক পরিকাঠামো তৈরি করছে চিন (India China Conflict)। এখন দেখা যাচ্ছে, ভুটানের ভেতরেও ক্রমশ নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া।