বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে বসানো থাকবে চিপ !
কলকাতা টাইমসঃ
বিশ্বে প্রথম ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে অভিনব এক প্রযুক্তির সাহায্য নিচ্ছে ভারত। ক্রিকেটারদের জার্সিতে লাগানো থাকবে হাই রেজুল্যুশন চিপ। প্লেয়ার লোড ম্যানেজমেন্ট সিস্টেম- নামক এই প্রযুক্তি এর আগে কোন ক্রিকেট খেলিয়ে দেশ ব্যবহার করেনি। যদিও বড় ফুটবল ক্লাবগুলো এই প্রযুক্তি ব্যবহার করে। এই চিপের মাধ্যমে প্লেয়ারদের ফিটনেসের যাবতীয় খুঁটিনাটি তথ্য বিচার করা হবে।
এই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন শারীরিক ক্ষমতা যেমন গতি, দূরত্ব, কাজের পরিমাণ ইত্যাদি মাপা যাবে। এই যন্ত্র থেকে যে পরিসংখ্যান পাওয়া যাবে সেটি কাজে লাগিয়ে ক্রিকেটারদের ওপর থেকে বাড়তি চাপ কমানো সম্ভব হবে। স্ট্যাটস্পোর্টস নামক এক সংস্থার থেকে এই প্রযুক্তি কিনেছে বিসিসিআই। সংস্থাটি ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি এবং পর্তুগালের মতো ফুটবল দলগুলোকেও এই প্রযুক্তি দিয়ে সাহায্য করে।