মারণ কোলেস্টেরলেই করোনা বধ !
গবেষকদলে রয়েছেন ইতালির সান রাফায়েলে সায়েন্টিফিক ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। গবেষণাপত্রটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি সাময়িকীতে। ফেনোফাইব্রেট ওষুধটি মানবশরীরে ঢুকে যে ফেনোফাইব্রিক এসিড তৈরি করে, গবেষকরা দেখেছেন সেই এসিডই সার্স-কোভ-২ ভাইরাসকে কোষে ঢুকে পড়তে বাধা দেয়। ফলে মানবকোষে ঢুকে দ্রুত বংশবৃদ্ধির সুযোগটা আর পায় না সার্স-কোভ-২ ভাইরাস। তাই সংক্রমণের আশঙ্কাও কমে যায় ৭০ শতাংশ পর্যন্ত।
গবেষণার এই ফলাফল বিশেষজ্ঞদের একাংশকে যথেষ্ট উৎসাহিত করেছে। তাঁরা মনে করছেন, এর ফলে ফেনোফাইব্রেটের মতো খুব পরিচিত ওষুধ দিয়েই কভিড রোগীদের প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারবেন চিকিৎসকরা। তাঁদের নানা ধরনের ওষুধ নিয়ে রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর দরকার হবে না।
ওষুধটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্সসহ (নাইস) বিশ্বের প্রায় সব দেশেরই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার দ্বারা অনুমোদিত।