হটনেসে একে ওপরের তীব্র প্রতিযোগিতায় বলিউড কাঁপানো দুই বোন  – KolkataTimes
May 24, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

হটনেসে একে ওপরের তীব্র প্রতিযোগিতায় বলিউড কাঁপানো দুই বোন 

[kodex_post_like_buttons]
এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়৷ দুই তাবড় বলিউড অভিনেত্রী। দুজনের হট ছবি মাঝে মাঝে গোটা বলিউডের উষ্ণতার পারদ উর্ধমুখী করে দে। কাকে ছেড়ে কাকে দেখবে ভক্তরা সে সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে পরে। কিছুদিন আগেই একজন সুইমওয়্যারে ক্যামেরার লেন্স কাঁপিয়েছেন  তো আরেকজন বোল্ড ড্রেসে নেটদুনিয়া। তবে এই দুই নায়িকার মধ্যে একটা জিনিস কমোন। ফ্যামিলি।

হ্যাঁ! একই পরিবারের দুই মেয়ে প্রিয়াঙ্কা আর পরিনীতি এখন রীতিমত ভাইরাল চারিদিকে। কারণ তাঁদের খোল্লামখুল্লা অ্যাটিটিউডের সঙ্গে সাহসী আউটফিট। পরিনীতি সাহায্য করছেন ফ্যানদের ফিটনেসের দিক দিয়ে আর ফ্যাশনের টিপস দিচ্ছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি তাঁদের কিছু ছবিতে তোলপাড় হচ্ছে চারিদিক। একটি স্কার্ট স্যুট পড়েছিলেন প্রিয়াঙ্কা। স্যুটটি অতিব সাধারণ কিন্তু জামাটির ইউএসপি অন্য জায়গায়। স্কার্ট স্যুটের মধ্যে নজর কাড়ছে স্পেশাল একটা কাটআউট। যেটা ক্যারি করতে যথেষ্ট সাহসের প্রয়োজন। সেই পার্সোন্যালিটি আর সাহস দুটোই যে দেশীগার্লের মধ্যে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে, স্যুইমওয়ার ব্র্যান্ড ‘স্পিডো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন পরিনীতি চোপড়া। ট্যুইটারে সেই অ্যানাউন্সমেন্টই করলেন অভিনেত্রী। সঙ্গে আপলোড করেছেন কিছু চোখ ধাঁধানো ছবি। যাতে ফিটনেস গোলের সঙ্গে হটনেসের ছোঁয়াও রয়েছে। দুই বোনের এই ভাইরাল ছবি মাত দিচ্ছে বলিউডের বাকি অভিনেত্রীদের।

Related Posts

Leave a Reply