বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ক্রিস গেইল – KolkataTimes
April 25, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ক্রিস গেইল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সন্ন ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। জেসন হোল্ডারকে অধিনায়ক ঘোষণা করে ১৫ জনের দল তৈরী করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এরপর আজ বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে গেইলের নাম ঘোষণা করে সেদেশের ক্রিকেট বোর্ড।

৩৯ বছর বয়সী ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ ২০১০ সালের জুনে দলকে নেতৃত্ব দেন তিনি। বিশ্বকাপ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন গেইল। দেশের হয়ে এখনও পর্যন্ত ২৮৯ ম্যাচে ১০,১৫১ রান করেছেন তিনি। গত বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে গেইলের ২১৫ রানের ইনিংসটি দর্শকদের কাছে আজও আতঙ্কের।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়কত্ব পেয়ে উচ্ছসিত গেইল।

Related Posts

Leave a Reply