ছক্কার সংখ্যায় আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন ক্রিস গেইল  – KolkataTimes
May 12, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ছক্কার সংখ্যায় আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন ক্রিস গেইল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৩৮ বছর বয়সেও ব্যাট হাতে এখনও ভয়ংকর ক্রিস গেইল। এই ক্যারিবীয় দানবের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। পাকিস্তানি ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে তিনি  আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে গেইল পাঁচ নম্বর ছক্কাটি  মেরে স্পর্শ করেন আফ্রিদিকে। দুজনেরই ছ’য়ের সংখ্যা ৪৭৬।

৪৭৬ টি ছয় হাঁকাতে গেইল নিয়েছেন ৪৪৩ টি ম্যাচ। আফ্রিদির সেখানে লেগেছে ৫২৪ টি ম্যাচ। সেই হিসেবে গেইল ৮১ ম্যাচ কম খেলেছেন আফ্রিদির থেকে। তবে আফ্রিদির থেকে পাঁচটি ইনিংস বেশি খেলেছেন গেইল। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যান এর পর বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন। ফলে, আফ্রিদিকে টপকে যাওয়ার সোনার সুযোগ রয়েছে তাঁর সামনে।

পরিসংখ্যান বলছে, আফ্রিদির ৪৭৬ টি ছক্কার মধ্যে ৩৫১ টি এসেছে ওয়ানডে ক্রিকেট থেকে। টি-টোয়েন্টিতে এসেছে ৭৩টি, টেস্টে এসেছে ৫২টি। অন্যদিকে, গেইলের একদিনের ক্রিকেটে রয়েছে ২৭৫ ছক্কা, টি-টোয়েন্টিতে রয়েছে ১০৩ টি ছক্কা আর টেস্টে রয়েছে ৯৮ টি ছক্কা।

Related Posts

Leave a Reply